আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মোনে লয় – Amar Bondhu Doyamoy Lyrics by sarmin
আমার বন্ধু দয়া ময়, একটি folk song lyrics,গানটি গেয়েছে Sarmin dipu,,,আশা করি গানটি ভালো লাগবে,৷
Song information:
Song: Amar bondhu doyamoy
Singer Sarmin dipu
Singer Sarmin dipu
আমার বন্ধু দয়া ময় গানের লিরিক্সঃ
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয় বন্ধুরে।। (2বার)
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয় বন্ধুরে।। (2বার)
কদম ডালে বইসারে বন্ধু
ভাঙ্গ কদম্বের আগা।
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে।।ঐ
তমাল ডালে বইসারে বন্ধু
বাজাও রঙের বাশি।
সুর শুনিয়া রাধার মন
হইলো যে উদাসি রে।।ঐ
ভাইবে রাধা রমণ বলে
মনেতে ভাবিয়া।
নিভা ছিল মনের আগুন
কে দিল জ্বালাইয়া রে!!ঐ
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,,,,,আরো নতুন, পুরাতন,,,,দেশত্ববোধক ও,কষ্টের গানের রিলিক্স পেতে আমাদের সাইটকে ফলো করুন,,,,আর কমেন্ট করে জানি দিন গানটি আপনার কাছে কেমন লেগেছে,,,