আমি কুলহারা কলঙ্কিনী লিরিক্স| Ami Kul Hara Kolonkini – Sadia sultana Liza | Lyrics

ফোক গান

আমি কুলহারা কলঙ্কিনী | Ami Kul Hara Kolonkini – Sadia sultana Liza | Lyrics

গানটি অতান্ত সুন্দর,,এটি একটি folk song Lyrics,গানটি গয়েছেন  Sadia sultana Liza,,আশা করি গানটি আপনাদের ভালো লাগবে,,

song information:

Song: Ami Kulhara Kolonkini

Artist: Sadia sultana Liza

Lyric & Tune: Shah Abdul Karim
 
আমি কুলহারা কলঙ্কিনী লিরিক্সঃ
 
আমি কুলহারা কলঙ্কিনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
 
প্রেম করে প্রাণবন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন রজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী!
 
প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরক জ্বালা
আমার মন জানে, আমি জানি
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী!
আমি কুলহারা কলঙ্কিনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী!
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,,,,,আরো নতুন, পুরাতন,,,,দেশত্ববোধক ও,কষ্টের গানের রিলিক্স পেতে আমাদের সাইটকে ফলো করুন,,,,আর কমেন্ট করে জানি দিন গানটি আপনার কাছে কেমন লেগেছে,,,