এই পৃতিবী যেমন আছে তেমনি ঠিক রবে লিরিক্স ( aai pitibi jemon ache temoni thik robhe Lyrics
আস্সালামু আলাইকুম,প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে একটি ইসলামি গান নিয়ে হাজির হয়েছি, এই পৃথিবী যেমন আছে তেমনী রবে,,,গানটিপরকাল কে নিয়ে গেয়েছে,,যে এই দুনিয়ার সব থাকিবে,কিন্তু আমরা একদিন থাকবো না,,,,আসা করি গানটি আপনাদের ভালে লাগবে,,,,
এই পৃতিবী যেমন আছে গানের লিরিক্সঃ
এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে,,
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে,,
যখন নগদ তলব তাকিত পত্র নেবে আসবে যবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে৷
মোহ ঘুমে যে দিন আমার মুদিরে দুই চোখ
পাড়াপড়শী প্রতিবেশী পাবে কিছু শোক
তখন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে,,
যতো বড় হউকনা কেন রাজা জমিদার
পাকা বাড়ি জুড়ি গাড়ি ট্রানজিস্টার
তখন থাকবে না কোন অধিকার বিষয় ও বৈভবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে,,
চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল
মাত্র আমি আর থাকবোনা কেবল জনপূর্ণ ভবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে,,
যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল
মাত্র আমি আর থাকবোনা কেবল জনপূর্ণ ভবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে,,
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,,,,,আরো নতুন, পুরাতন,,,,দেশত্ববোধক ও,কষ্টের গানের রিলিক্স পেতে আমাদের সাইটকে ফলো করুন,,,,আর কমেন্ট করে জানি দিন গানটি আপনার কাছে কেমন লেগেছে,,,