সখী গো ও আমার মন ভালা না লিরিক্স – Sokhi Go Amar Mon Vala Naa lyrics | Bangla folk song

ফোক গান

সখী গো ও আমার মন ভালা না লিরিক্স – Sokhi Go Amar Mon Vala Naa lyrics | Bangla folk song

Song information:

Song: Sokhi Go Amar Mon Vala Naa
Singer : Sultana Yeasmin Laila

সখি গো ও আমার মন ভালা না লিরিক্সঃ

সখি গো ও,ই আমার মন ভালা না….

আখ ক্ষেতে ছাগল বন্ধি
জলে বন্ধি মাছ,
নারির কাছে পুরুষ বন্দি
ঘুরায় বারো মাস,
সখি গো ও,ই আমার মন ভালা না
সখি গো ও আমার মন ভালা না

কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখি গো ও,ই আমার মন ভালা না
সখি গো ও,ই আমার মন ভালা না

এক জাতের নারী শুধুই পান খায়
আরে এই বাড়ির কথা লইয়া ঐ বাড়িত লাগায়
সখি গো ও,ই আমার মন ভালা না
সখী গো ও,ই আমার মন ভালা না,,,

যেই নারি গোসল কইরা চুল দিল জারা,
এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা
সখি গো ও,ই আমার মন ভালা না
সখি গো ও,ই আমার মন ভালা না,

এক জাতের নারী আছে লম্বা কালো চুল
সেই নারী বছর বছর ঘরে ফুটায় ফুল,,
সখি গো ও,ই আমার মন ভালা না
সখি গো ও,ই আমার মন ভালা না,,

কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখি গো ও,ই আমার মন ভালা না

পিরিত যতন পিরিত রতন পিরিত বড়ই লেরা
হায়রে পিরিত কইরা মইরা গেছে
ময়মনসিংহের বেডা,
সখি গো ও,ই আমার মন ভালা না,,

আখ ক্ষেতে ছাগল বন্ধি
জলে বন্ধি মাছ,
নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বার মাস,
সকি গো ও,ই আমার মন ভালা না
সখি গো ও,ই আমার মন ভালা না।

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,নিত্য নতুন গানের লিরিক্স পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন করে জানিয়ে দিন গানটি আপনার কাছে কেমন লেগেছে,,,