সোনার ময়না পাখি -Sonar moyna pakhi,,, Arnob.. Lyrics
প্রিয় পাঠক ও পাঠিকা কেমন আছেন সবাই,আশা করি ভালো আছেন,প্রতিবারের মত আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি গানের লিরিক্স…. সোনার ময়না পাখি…. Sonar moyna pakhi.. আশা করি এই গানটি আপনার মন জোগাবে,,,,
Amar sunar moina pakhi song information:
Lyrics and melody: Mohammad Osman Khan
singer:shayan chawdhary Arnob
সোনার ময়না পাখি -Sonar moyna pakhi,,, Arnob.. Lyrics
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।