Ami Bodley Jabo Lyrics

Ami Bodley Jabo Lyrics (আমি বদলে যাব) Ashes Band

বাংলা নতুন গান

Ami Bodley Jabo Lyrics (আমি বদলে যাব) Ashes Band

Ami Bodley Jabo Lyrics Is Music Song.This Song Is Sung By Ashes Band.This Song Lyrics Created by Zunayed Evan .If any of you need Bengali new Song lyrics, baul song lyrics, music song lyrics, you can easily get this website.

  • Song Information:
    Song : Ami Bodley Jabo
    Band Name : Ashes Band
    Album : Antosharshunno
    Lyrics :Zunayed Even
    Tune by : Zunayed Evan

Ami Bodley Jabo Song Lyrics :

ফেলে আসা মানুষ
ফেলে আসা ছাতা দোকানে,
জীবনের দাম দিতে গিয়ে সব দেউলিয়া।
এক পোড় খাওয়া মন
হিসেবের খাতা শূন্য,
যেটা ছিলনা সেটা না পাওয়ার আক্ষেপ।

যদি এটা হতো তবে সেটা হবে ভেবে,
কত কী স্বপ্নে বিভোর।

আমি লাটিম ঘোরানোর বয়সে
ঘুরিয়েছি আমায়,
আমি ঘুড়ি ওড়ানোর বয়সে
উড়িয়েছি আমায়।

আমি বদলে যাবো বদলে যাবো
আমার কাছ থেকে,
আমি বদলে যাবো বদলে যাবো
আজকের পর থেকে।।

নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে
উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে,
নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে
উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে,
বলছে সবাই তোমাকে দিয়ে কিছু হবে না
পারবে না তুমি কোনোদিন আর দাঁড়াতে
নিজের পায়ে।

আমি বদলে যাব বদলে যাব
আমার কাছ থেকে,
আমি বদলে যাব বদলে যাব
আজকের পর থেকে।

আজ হবে আগামীকাল
কাল হবে পরশু,
শুধু থেকে যাবে ভাললাগা,
ভালবাসা চিরকাল।

আমি বদলে যাবো বদলে যাবো
আমার কাছ থেকে,
আমি বদলে যাবো বদলে যাবো
আজকের পর থেকে।।

আমি বদলে যাব  গানের লিরিক্স  :

Fele asha manush
Fele asha chata dokane
Jiboner daam dite giye sob deuliya
Ek por khaowa mon
Hiseber khata shunno
Jeta chilona seta na paowar akkhep.

Jodi eta hoto tobe seta hobe vebe
Koto ki shopne bibhor.

Ami latim ghoranoy boyose
Ghuriyechi amay
Ami ghuri oranor boyose
Uriyechi amay.

Ami bodle jabo bodle jabo
Amar kach theke
Ami bodley jabo bodley jabo
Aajker por theke.

Aaj hobe agamikal
Kal hove porsho
Shodo teka jabe valolaga
Valobasa cirokal.

Ami bodle jabo bodle jabo
Amar kach theke
Ami bodley jabo bodley jabo
Aajker por theke.

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন বাউল গান,ফোক গান,ছায়াছবির গানের লিরিক্স, বাংলা নাটকের গানের লিরিক্স,পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে।