আমি দেখিনি তোমায় চোখের তারায় লিরিক্স |
Ami dekhini tomay chokher tarai lyrics
আস্সালামু আলাইকুম৷,, কেমন আছেন সবাই,আশা করি ভালো আছেন,আমি আপনাদের মাঝে একটি ইসলামিক গান নিয়ে হাজির হয়েছি, আমি দেখিনি তোমায় চোখের তারায়,,আশা করি আপনাদের ভালো লাগবে,,,,এই রকম আরো ইসলামিক গান পেতে আমাদের সাথেই থাকুন,,,,
আমি দেখিনি তোমায় চোখের তারাই লিরিক্সঃ
আমি দেখিনি তোমায়, চোখের তারাই,
তবুও তোমায় ভালবেসেছি (২বার)
মনের এই ক্যানভাসে, তোমার তোমার ছবি ভাসে,
তোমার প্রেমে যেন পড়েছি (২বার)
আমি দেখিনি তোমায়, চোখের তারাই, তবুও তোমায় ভালবেসেছি।
উহুদের ময়দানে রক্ত ঝরালে,
দিন কায়েমের জন্য,
পাথর বুকে ফোটালে ফুল,
মনুষ্য জাতি ছিলো শূন্য (২বার)
শত জালাতন, সয়েছো তুমি, সেই কাহিনি শুনে কেদেছি (২বার)
মনের এই ক্যানভাসে, তোমার তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি (২বার)
দারে দারে ঘুরে খোদার বাণী,
পৌছে দিয়েছো দিন রাত
চিনলো না তোমাই তায়েফবাসী,
করলো যে শুধু আঘাত (২বার)
তোমার পায়ের পথের ধুলি, এই চোখে সুরমা দিয়েছি (২)
মনের এই ক্যানভাসে, তোমার তোমার ছবি ভাসে,
তোমার প্রেমে যেন পড়েছি
মনের এই ক্যানভাসে, তোমার তোমার ছবি ভাসে,
তোমার প্রেমের মালা গেথেছি
আমি দেখিনি তোমায়, চোখের তারাই, তবুও তোমায় ভালবেসেছি (২বার)ঐ
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ইসলামিক গানের লিরিক্স পেতে আমাদের সাইটকে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন গজলটি আপনার কাছে কেমন লেগেছে,,,
বিদ্রঃ আমাদের লেখা কেউ কপি করবেন না,,,