Bachbo Na Song Lyrics (বাঁচবো না) by prottoy khan। Prottoy Heron | Mahima
Bangla Lyrics,Bengali Song Lyrics, Bangla new music song lyrics 2021,Bangla Best song Lyrics 2021. Bachbo Na Song Lyrics
- Song Information:
Song : Bachbo Na
Drama : ChotoBelar Prem
Singer : Prottoy Khan
Lyrics : Prosenjit Ojha
Bachbo Na Song Lyrics:
তোকে সোজাসুজি বলছি
তুই ছাড়া নেই কেউ আমার,
খুব একলা একা লাগছে
তুই আয়না কাছে একটি বার।
তোর আশায় থাকি রাতদিন
আর কত থাকবো ঘুমহীন,
তোকে ছাড়া আমি বাঁচবোনা
কেন অকারনে দিস যন্ত্রণা,
তোকে সোজাসুজি বলছি
তুই ছাড়া নেই কেউ আমার,
খুব একলা একা লাগছে
তুই আয়না কাছে একটি বার।।
তোর অভিমানী মন জানালায়
দেখ আছি হাতটা বাড়ায়,
তোর অভিমানী মন জানালায়
দেখ আছি হাতটা বাড়ায়,
তোর আশায় থাকি রাতদিন
আর কত থাকবো ঘুমহীন,
তোকে ছাড়া আমি বাঁচবোনা,
কেন অকারনে দিস যন্ত্রণা,
তোকে সোজাসুজি বলছি
তুই ছাড়া নেই কেউ আমার,
খুব একলা একা লাগছে
তুই আয়না কাছে একটি বার।।
বাচবো না.. বাচবো না..
বাচবোনা.. বাচবোনা..
তুই কেন ভুল বুঝিস আমায়
তোকে ছেড়ে যাবো যে কোথায়,
তুই কেন ভুল বুঝিস আমায়
তোকে ছেড়ে যাবো যে কোথায়,
তোর আশায় থাকি রাতদিন
আর কত থাকবো ঘুমহীন,
তোকে ছাড়া আমি বাঁচবো না
কেন অকারনে দিস যন্ত্রণা,
তোকে সোজাসুজি বলছি
তুই ছাড়া নেই কেউ আমার,
খুব একলা একা লাগছে
তুই আয়না কাছে একটি বার।
বাঁচবো না গানের লিরিক্স:
Toke sojasuji bolchi
Tui chara nei keu amar
Khub ekla eka lagche
Tui aayna kache ektibar
Tor ashay thaki raatdin
Aar koto thakbo ghumhen
Toke chara ami bachbo na
Keno okarone dish jontrona
Tor obhimani mon janalay
Dekh achi haa ta baray
Tui keno bhul bujhis amay
Toke chere jabo je kothay.
Khub ekla eka lagche
Tui aayna kache ektibar
Tor ashay thaki raatdin
Aar koto thakbo ghumhen
Toke chara ami bachbo na.
Thank you for staying with us, follow our site to get more new and old Baul songs, folk song music song lyrics, movie song lyrics,and comment and let us know how you like it.