Bhalolage Tomake Lyrics(ভালোলাগে তোমাকে) from Tomake Ch
Bangla Lyrics,Bengali Song Lyrics, Bhalolage Tomake Song Lyrics, bangla Movie Song Lyrics.
প্রিয় পাঠক ও পাঠিকা,কেমন আছেন সবাই,আশা করি ভালো আছেন,আজ আমি আপনাদের মাঝে একটি মুভির গানের লিরিক্স নিয়ে এসেছি,আপনাদের দেখার সার্থে আমরা গানের ভিডিও দিয়ে থাকি,এই রকম আরো গানের লিরিক্স পেতে আমাদের সাইটকে ফলো করুন,,,,
Song information:
Song : Bhalolage Tomake.
Singer : Arijit Singh & Anwesha Dutta Gupta.
Lyrics : Prasen.
Movie : Tomake Chai.
ভালো লাগে তোমাকে গানের লিরিক্সঃ
ভালো লাগে তোমাকে,,, কাছাকাছি পেলে,
ভালবাসি তুমিও,,, কাছাকাছি এলে।
অন্য তখন, চোখের ধরন,
অন্য রকম, পায়ের চলন।
তুমি আসে পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে,
তুমি এক নিমেশে ভালবেসে আমায় বাঁচালে,
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে।
ভালো লাগে তোমাকে,,, কাছাকাছি পেলে,
ভালবাসি তুমিও,,, কাছাকাছি এলে।
ও…… তোমার হাসি, হাতছানি দাও,
হারিয়ে যাবো আমি তোমার ভিড়ে।
তোমার ঘুমের পর্দা সরাও,
বৃষ্টি হব আমি জানলার পারে।
তুমি আসে পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে,
তুমি এক নিমেশে ভালবেসে আমায় বাচালে,
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে।
ভালো লাগে তোমাকে,,, কাছাকাছি পেলে,
ভালবাসি তুমিও,,, কাছাকাছি এলে।
ও… তোমায় নিয়ে ব্যস্ত যখন,
অন্য কিছু আমি শুনতে না পাই।
ও… তোমার হাতেই বাঁচন মরণ,
আমার পাশে শুধু তোমাকে চাই।
তুমি আসে পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে,
তুমি এক নিমে শে ভালবেসে আমায় বাচালে,
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে।
ভালো লাগে তোমাকে,,, কাছাকাছি পেলে,
ভালবাসি তুমিও,,, কাছাকাছি এলে।
Bhalolage tumak song Lyrics:
Bhalolage Tomake kachakachi pele
Bhalobashi tumi o kacha kachi ele,
Onno tokhon chokher dhoron
Onno rokom paayer cholon,,
Tumi ashe pashe chaya hoye mayay jorale
Tui ek nimishe valobeshe amay banchale,
Tui akla raate akta chithi amay pathale,,,,
Valo laage Tomake kacha kachi pele
Bhalobashi tumio kacha-kachi ele,,
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন বাউল গান,ফোক গান,ছায়াছবির গানের লিরিক্স পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে,,,, Thanks you so much..