Bheja Bheja Chokh Lyrics

Bheja Bheja Chokh Lyrics (ভেজা ভেজা চোখ) – by Tanjib Sarowar – Bangla Song

বাংলা বাছাই গান

Bheja Bheja Chokh Lyrics (ভেজা ভেজা চোখ) – by Tanjib Sarowar – Bangla Song

Bheja Bheja Chokh Lyrics (ভেজা ভেজা চোখ) – by Tanjib Sarowar – Bangla Song

Song information:
Song: Bheja Bheja Chokh
Singer: Tanjib Sarowar

প্রিয় বন্ধুরা,আজ আমি আপনাদের মাঝে Tanjib Sarowar এর একটি গান নিয়ে এসেছি,Bheja Bheja Chokh Lyrics,গানটি অনেক সুন্দর হয়েছে,আর আপনাদের দেখার সার্থে আমরা ইউটিউব ভিডিও  প্রদান করে থাকি,যাতে আপনারা পড়ার পাশাপাশি শুনতে ও পারেন, আশা করি গানটি আপনাদের ভালো লাগবে,,

ভেজা ভেজা চোখ লিরিক্সঃ

তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে,Bh
ভিজলো দু-চোখের পাতা,
জানলো না—তো লোকে।(2 বার)

ভেজা ভেজা চোখ আমি, রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে,কি করে তা লুকাবো,
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো,,

তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে,
ভিজলো দু-চোখের পাতা
জানলো না— তো লোকে।

তোমার ভালো হোক,
তুমি সুখে থাকো,
কিছুই চাইনা আমি,
মনে রাখো বা না রাখো।(২ বার)

আমি একলা ভালোবেসেই যাবো,
পথো চেয়ে হায় শুধু বসেই রবো।

ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো,(২বার)ঐ

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন গানের লিরিক্স পেতে আমাদের সাইটকে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন গানটি আপনার কাছে কেমন লেগেছে,,,

বিদ্রঃ আমাদের কষ্টের গানের লিরিক্স লেখা গুলা কপি করবেন না,,,,যে কোনো সমস্যায় আমাদের ইমেলে যোগাযোগ করুন,,,