Bhijey Mon Lyrics (ভিজে মন) Sohini Mukherjee
Bhijey Mon Lyrics Is Bangla New Song.This Song Is Sung By Sohini Mukherjee .This Song Lyrics Created by Arunasish Roy . If any of you need Bengali new Song lyrics,Hindi new song lyrucs, you can easily get this website.
- Song Information:
Song : Bhijey Mon
Singer : Sohini Mukherjee
Composer & Lyricist : Arunasish Roy
Music Arrangement : Abhishek Chakraborty
Story & Screenplay : Subhajit Mukherjee
Audio Release : JMR Studio
Bhijey Mon Song Lyrics In Bengali :
ভিজে মন খুঁজে ফেরে না বলা খাম
আলসে ঠোঁটে রাখা চেনা ডাক নাম,
ভিজে মন খুঁজে ফেরে না বলা খাম
আলসে ঠোঁটে রাখা চেনা ডাক নাম,
খোলা বারান্দায় ঝিরি ঝিরি হাওয়ায়
খোলা বারান্দায় ঝিরি ঝিরি হাওয়ায়
চুপি চুপি ভালোবাসা ভেজে অবিরাম,
ভিজে মন খুঁজে ফেরে না বলা খাম
আলসে ঠোঁটে রাখা চেনা ডাক নাম,
ভিজে মন ……
জানি না কোন মুহূর্ত শেষে
সে নিল আমায় ভালোবেসে,
জানি না কোন মুহূর্ত শেষে
সে নিল আমায় ভালোবেসে,
না হয়নি জানা তার অভিমান
সময়ের আড়ালে রাখা প্রতিদান,
বেপরোয়া ঢেউ ওঠে আজ অকারণ।
ভিজে মন ……
জীবন জুড়ে বেহিসেব শুধুই
পাওয়ার আকাশ না পাওয়ার মতোই,
জীবন জুড়ে বেহিসেব শুধুই
পাওয়ার আকাশ না পাওয়ার মতোই,
না হয়নি খোঁজা মনের আয়না
প্রতি ভাগে যার হাজার বায়না,
অসময়ে আজ আবার উচাটন.
ভিজে মন খুঁজে ফেরে না বলা খাম
আলসে ঠোঁটে রাখা চেনা ডাক নাম,
ভিজে মন …..
ভিজে মন গানের লিরিক্স :
Bhije mon khje fere na bola kham
Alshe thote rakha chena daak naam
Khola baranday jhiri jhiri haway
Chupi chupi valobasha veje obiram.
Janina kon muhurto sheshe
Se nilo amay valobeshe
Na hoyni jana taar obhimaan
Somoyer arale rakha protidaan
Beporoya dheu othey aaj okaron.
Jibon jure behiseb shudhui
Paowar akash na paowar motoi
Na hoyni khoja moner aayna
Proti bhage jaar hajar baayna
Oshomoye aaj abar uchaton.
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন বাউল গান,ফোক গান,ছায়াছবির গানের লিরিক্স, বাংলা নাটকের গানের লিরিক্স,পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে।