Bondhe Maya Lagaiche -বন্দে মায়া লাগাইছে- Lyrice,,,by Shah Abdul karim
সম্মানিত পাঠক ও পাঠিকা কেমন আছেন সবাই,
Song information:
Song : Bondhe Maya Lagaiche
Singer : Shunu Shourov
Tune, Lyrics, Music : Shah Abdul Karim
বন্দে মায়া লাগাইছে লিরিক্সঃ
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বসে ভাবি নিরালায় ..
আগে তো জানি না বন্দের পিরিতের জ্বালা,( ২ বার)
যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জালাইছে,
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে’
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে,
দেওয়ানা বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
আমি কি বলিব আর ..
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার,(২ বার)
হায় গো প্রান বন্দের পিরিতে আমায়
পাগল করেছে,,,
দেওয়না বানাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে,
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।