Bondhure koi pabo sokho go Lyrics( বন্ধুরে কই পাবো সখি গো) by Baul shofi mondol

বাউল গান

Bondhure koi pabo sokho go( বন্ধুরে কই পাবো সখি গো) by Baul shofi mondol

সম্মানিত পাঠক ও পাঠিকা কেমন আছেন সবাই,

আশা করি ভালো আছেন,প্রতিবারের মত আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি folk  song Lyrice…Bondhure koi pabo sokhi Go,,.. গান টি গেয়েছে Baul Shofi mondol,  আশা করি এই গানটি আপনাদের ভালো লাগবে,,,,,,,,, আর নিত্য  নতুন,  গানের লিরিক্স পেতে আমাদের সাথেই থাকুন,,,,

Song information:

 Song : Bondhure Koi Pabo Shokhi Go
Singer : Shofi mondol & kona
Lyrics & Tune : Shah Abdul Karim
 
 
বন্ধুরে কই পাবো সখি গো গানের লিরিক্সঃ

বন্ধুরে কই পাবো সখি গো
সখি আমারে বলো না……
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা
আমার বন্ধুরে বিনে পাগল মনে বুঝাইলে বুঝেন!

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো
ও সখি দিলাম ষোল আনা
আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

কী আগুন জ্বালাইলো বন্ধে গো
সখি নিভাইলে নিভে না
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

বাউল আব্দুল করিম বলে
সখি অন্তরের বেদনা
সোনার বরণ রূপের কিরণ
না দেখলে বাঁচিনা
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা,,ঐ।
 
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,,,,,আরো নতুন, পুরাতন,,,,দেশত্ববোধক ও,কষ্টের গানের রিলিক্স পেতে আমাদের সাইটকে ফলো করুন,,,,আর কমেন্ট করে জানি দিন গানটি আপনার কাছে কেমন লেগেছে,,,