Buk Chin Chin Korche Lyrics

Buk Chin Chin Korche Lyrics (বুক চিন চিন করছে) By Andrew & Doly

ছায়াছবির গান

Buk Chin Chin Korche Lyrics (বুক চিন চিন করছে) By Andrew & Doly

Bangla Lyrics,Bengali Song Lyrics, Bangla new Movie song lyrics.Buk Chin Chin Korche Lyrics

  • Song Information:
  • Song: Buk Chin Chin Korche
    Singer: Andrew Kishore & Doly Sayontoni
    Lyricist: Kabir Bokul
    Music: Ali Akram Shuvo

বুক চিন চিন করছে লিরিক্সঃ

বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় (2 বার)
আমরা দুজন দুজনার-ই
প্রেমের দুনিয়া।

তুমি ছুঁয়ে দিলে হায়,
আমার কি যে হয়ে যায় (২ বার)

বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় (২ বার)
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া

তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)

তোমাকে যত দেখি নতুন লাগে
কামনার আগুন শুধু বুকে জাগে (২ বার)

আগুনে যাব পুড়ে
রয়েছ কেন দূরে (২ বার)
দাওনা সাড়া তোমায় ডাকি চোখের ইশারায়

তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)

যেখানে যাবে তুমি ছায়া হব
তোমারি সাথে আমি মিশে রব (২ বার)

হাজারও বাঁধা এলে
যাব না তোমায় ফেলে (২ বার)
রাখব তোমায় জনম ভরে মনের সীমানায়

তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)

বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় (২ বার)
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়ায়

তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)

বুক চিন চিন করছে লিরিক্স

Buk Chin Chin Korche
Mon Tomay Kache chay
Amra dujon dujonar
premer doniyai.

Tumi chuye dile haay
Amar ki je hoye jay
Tumi chuye dile hay
amar ki je hoye jay.

Buk a chin chin korche hay
Mon tomar kache cay
Amra dujon dujonare
premer duniyai.

Tumi chuye dile haay
Amar ki je hoye jay
Tomake joto dekhi notun lage
Kamonar Agun shudhubuk a jage
Agune jabo pure
Royecho keno dure.

Thank you for staying with us, follow our site to get more new and old Baul songs, folk song music song lyrics, movie song lyrics,and comment and let us know how you like it.