Chaiche Toke Mon Lyrics (চাইছে তোকে মন) By Tarannum Afrin
Bangla Lyrics,Bengali Song Lyrics, Bangla new music song lyrics 2021,Chaiche Toke Mon Lyrics,Bangla Best song Lyrics,
- Song Information :
Song: Chaiche Toke Mon
Singer: Tarannum & Afrin
Lyrics & Tune: SK Sanu
Cast : Opu Vai & Nishu
চাইছে তোকে মন গানের লিরিক্স :
খুব করে চাইছে তোকে মন—তুই আমার জীবন মরণ,
খুব করে চাইছে তোকে মন—তুই আমার জীবন মরণ।
তোকে জানাতে আমি চাই—বড় ভালোবাসি
তাই বারেবার আমি তোরই,–কাছে ফিরে আসি (২)
খুব করে চাইছে তোকে মন–তুই আমার জীবন মরণ.
ভাবনাগুলো এলোমেলো হয়ে যাই তুই বিহীন
মনের মাঝে তুই ছাড়া যে একা লাগে সারাদিন
ভাবনাগুলো এলোমেলো হয়ে যাই তুই বিহীন
মনের মাঝে তুই ছাড়া যে একা লাগে সারাদিন
আয় চলে আয় মনের বারান্দায়
দে ছুয়ে দে তোর আলতো ছোয়ায়
আয় চলে আয় মনের বারান্দায়
দে ছুয়ে দে তোর আলতো ছোয়ায়
তোকে জানাতে আমি চাই—বড় ভালোবাসি
তাই বারেবার আমি তোরই,–কাছে ফিরে আসি (২)
খুব করে চাইছে তোকে মন–তুই আমার জীবন মরণ
খুব করে চাইছে তোকে মন–তুই আমার জীবন মরণ
এ হৃদয়ের প্রতি পাতায়,—তুই শুধু তুই
তুই ছাড়া যে অবুঝ এ মন,–ভাবিনা আর কিছুই (২)
বুক পাজরে তোরই নাম লেখা
কবে পাবো বল তোর দেখা
বুক পাজরে তোর নাম লেখা
কবে পাবো বল তোর দেখা
তোকে জানাতে আমি চাই—বড় ভালোবাসি
তাই বারেবার আমি তোরই,–কাছে ফিরে আসি।(২)
Chaiche Toke Mon Song Lyrics :
Khub kore caiche toke mon
Tui amar jibon moron.
Toke Janate ami cai
Boro bhalobasi.
Tai Barabar ami tore
Kase phire achai
Bhabnagulo elomelo hoye jai tui bihone
Moner majhe tui chara je eka lage saradin
Ay cole ay moner baranday
De chuye de tor alto choyay.
Toke janate ami cai Boro valobasi.
Tai Barabar ami tore Kase phire achai…
Khob kore caiche toke mon
Tui amar jibon moron.
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন মিউজিক গান,ফোক গান,ছায়াছবির গানের লিরিক্স পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে,,,,