Chera Shopno Lyrics (ছেঁড়া স্বপ্ন) By Aurthohin Lyrics
Chera Shopno Lyrics Is Bangla New Song.This Song Is Sung By Bassbaba-Sumon .This Song Lyrics Created by Aurthohin. If any of you need Bengali new Song lyrics,Hindi new song lyrucs, you can easily get this website.
- Song Information :
Song : Chera Shopno
Singer : Bassbaba – Sumon
Composer : Bassbaba – Sumon
Artist : Aurthohin
Album : Aushomapto 1
Chera Shopno Song Lyrics in Bangla:
পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
কিংবা হিমালয়ের চুড়ার একটুখানি বরফ
নীল আকাশের ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আধাঁর রাতে তারার লেখা একটি হরফ
পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ
মরূভুমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলবে কোথায় ঐ দূর আকাশের শেষ
চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া, অকেজো এক ঝাপসা বোধ
তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল, অন্য রকম অনুরোধ
পারবে দিতে সেগোভিয়ার মিষ্টি ঐ হাত দুটো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প
পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী
কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রংতুলি
পারবে দেখাতে আমায় ব্যার্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোন মানুষের শেষযাত্রায় হাসিমুখ
চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ
তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ
চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ
তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ
চাইব শুধু দুটো জিনিশ যদি তুমি পার দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে
পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে
আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন বাউল গান,ফোক গান,ছায়াছবির গানের লিরিক্স, বাংলা নাটকের গানের লিরিক্স,পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে।