Deke Low Rasul Allah Gojol Lyrics ডেকে লও রাসুলাল্লাহ গজল লিরিক্স

ইসলামিক গান

Deke Low Rasul Allah Gojol Lyrics ডেকে লও রাসুলাল্লাহ গজল লিরিক্স

আস্সালামু আলাইকুম,কেমন আছেন বন্ধুরা,আশা করি ভালো আছেন,আমি আপনাদের মাঝে একটি ইসলামি গানের লিরিক্স নিয়ে এসেছি,ডেকে লও রাসূলাল্লাহ,আশা করি এটি আপনাদের ভালো লাগবে,,,

ডেকে লও রাসূলাল্লাহ গজল লিরিক্সঃ

ডেকে লও রাসূলাল্লাহ ..রওজা পাকের কিনারে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে
আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,,,ধন্য করো দিদারে
ডেকে লও রাসূলাল্লাহ,,,, রওজা পাকের কিনারে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে

দুই সাথীকে পাশে নিয়ে হায়,,
ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়
দুই সাথীকে পাশে নিয়ে হায়,,,
ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়

সাড়া দাও রাসূলাল্লাহ,, ডাকে অধম তোমারে
সাড়া দাও রাসূলাল্লাহ,,,ডাকে অধম তোমারে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে
আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,,,ধন্য করো আমারে

আজো রওজায় শুয়ে থেকে হায়,,,
কাঁদেন তিনি উম্মতের মায়ায়
আজো রওজায় শুয়ে থেকে হায়,,,
কাঁদেন তিনি উম্মতের মায়ায়,,,

মোদের অশ্রু ভেজা এ সালাম,,,পাঠিয়ে দিলাম শিয়রে
মোদের অশ্রু ভেজা এ সালাম,,,পাঠিয়ে দিলাম শিয়রে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে
আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,,ধন্য করো আমারে

নূরে উজ্জ্বল চেহারা তোমার,,,
দেখিলে হারাম দোযখের নাম
নূরে উজ্জ্বল চেহারা তোমার,,,
দেখিলে হারাম দোযখের নাম
তুমি কবে দিবে মোলাকাত,,,ডেকে নিবে আমারে
তুমি কবে দিবে মোলাকাত,,,ডেকে নিবে আমারে

আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে
আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,,,ধন্য করো আমারে

পশু পাখি দিওয়ানা তোমার,,,কারণ তুমি দয়ার আধার
পশু পাখি দিওয়ানা তোমার,,,কারণ তুমি দয়ার আধার

শোন ওগো দোস্ত খোদার,,,দেখা দাও অতি গোপনে
শোন ওগো দোস্ত খোদার,,,দেখা দাও অতি গোপনে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে
আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,,,ধন্য করো আমারে

ওই হাজী ভাই যায় মদিনায়,,,,,
রওজা পাকে সালাম জানায়
ওই হাজী ভাই যায় মদিনায়,,,
রওজা পাকে সালাম জানায়

এই অধমেরো আর্জি দেখা দিবে মরণে
এই অধমেরো আর্জি দেখা দিবে মরণে
আমি কেঁদে কেঁদে হইগো সারা,,,ধন্য করো দিদারে
আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,,,ধন্য করো দিদারে,!ঐ

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন ইসলামিক গানের লিরিক্স পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে,,,,