Dur Probashe Lyrics -দূর প্রবাসে – By Samz Vai
প্রিয় পাঠক ও পাঠিকা কেমন আছেন সবাই,
আশা করি ভালো আছেন,প্রতিবারের মত আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি গানের রিলিক্স….Dur Probashe…. দূর প্রবাসে… আশা করি এই গানটি আপনার মন জোগাবে,,,,
দূর প্রবাসে গানের তথ্য ঃ
Label: Sage Multimedia
Dur Probashe Song Lyrics:
Amar soner moyna pakhi
cokhe kajol dhoya pani
se amar jonya kande
jani re ami jani
dur probase ekla thaki
kasto lagi kub
cokher samne bhaisa thake
sonapakhir mukh.
Tar lagi chotphot kore amar pura buk
Amar soner moyna pakhi
cokhe kajol dhoya pani
se amar jonya kande
jani re ami jani
দূর প্রবাসে গানের লিরিক্স:
আমার সোনার ময়না পাখি
চোখে কাঁজল ধোয়া পানি
সে আমার জন্য কাঁদে
জানি রে আমি জানি। (2 বার)
দূর প্রবাসে একলা থাকি
কষ্ট লাগে খুব
চোখের সামনে ভাইসা থাকে
সোনাপাখির মুখ। (2 বার)
তার লাগি ছটফট করে আমার পুরা বুক
আমার সোনার ময়না পাখি
চোখে কাঁজল ধোয়া পানি
সে আমার জন্য কাঁদে
জানি রে আমি জানি।
কাঁপা কাঁপা গলায় পাখি
বলে ফোনে কথা
কথার ভাষায় বুঝতে পারি
মনে ভীষণ ব্যথা। (2 বার)
মাঝে মাঝে প্রশ্ন করে
ফিরবেন কবে বাড়ি
আপনার জন্য খুদার কাছে
অনেক দোঁয়া করি। (2 বার)
আপনার লাগি ছটফট করে আমার পুরা বুক
আমার সোনার ময়না পাখি
চোখে কাঁজল ধোয়া পানি
সে আমার জন্য কাঁদে
জানি রে আমি জানি।
ভালো আছি ভালো থাকেন
খবর নিয়েন রোজ
আপনার লাগি পরাণ পোরে
এমন থাকে অবুজ। (2 বার)
মাঝে মাঝে প্রশ্ন করে
ফিরবেন কবে বাড়ি
আপনার জন্য খুদার কাছে
অনেক দোঁয়া করি। (2 বার)
আপনার লাগি ছটফট করে আমার পুরা বুক
আমার সোনার ময়না পাখি
চোখে কাঁজল ধোয়া পানি
সে আমার জন্য কাঁদে
জানি রে আমি জানি।