Ek Paye Nupur Amar Lyrics (এক পায়ে নুপুর আমার) Topu |Anila
Ek Paye Nupur Amar Lyrics Is Bangla new Song.This Song Is Sung By Topu &Anila .This Song Lyrics Created by Topu. If any of you need Bengali new Song lyrics,Hindi new song lyrucs, you can easily get this website.
- Song Information :
Song : Ek Paye Nupur Amar
Lyrics & Tune : Topu
Singer : Topu & Anila
Music : Fuad Al Muqtadir
Album : Bondhu Bhabo Ki
Label : G Series
Ek Paye Nupur Amar Song Lyrics :
এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি,
এক পাশে সাগর, এক পাশে বালি
তোমার ছোট তরী বলো
নেবে কি ?
এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি
এক পাশে সাগর, এক পাশে বালি
তোমার ছোট তরী বলো
নেবে কি ?
বলবোনা আকাশের চাঁদ এনে দেবো
বলবোনা তুমি রাজকন্যা,
শুধু জিগ্গেস করি
দেবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা
আমার ছোট তরী বলো যাবে কি ?
যাবে কি ?
নয় মিছে আশা, নয় শুধু ভালবাসা
নই অকারণ প্রেমে অন্ধ,
জানি তুমি আমি
আমাদের তরী আজব এক বন্ধুত্ব
তোমার ছোট তরী বল নেবে কি ?
চাঁদের আলো যদি ভালো লাগে
কাল হয়ে যায় ঝাপসা,
তোমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবেনা,
যত ভালোবাসি তারে
দূরে রয়ে যাবে তা তো আমি
জেনেছি।
এক পায়ে নুপুর তোমার
অন্য পা খালি,
এক পাশে সাগর, এক পাশে বালি
আমার ছোট তরী বলো
যাবে কি ? যাবে কি ?
এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি,
এক পাশে সাগর, এক পাশে বালি
তোমার ছোট তরী বলো
নেবে কি ?
আমার ছোট তরী বলো
যাবে কি ?
তোমার ছোট তরী বলো
নেবে কি ?
এক পায়ে নুপুর আমার লিরিক্স :
Ek paye nupur amar
Onno paa khali
Ek pashe sagor ek pashe bali
Tomar choto tori bolo nebe ki.
Ek paye nupur amar
Onno paa khali
Ek pashe sagor ek pashe bali
Tomar choto tori bolo nebe ki.
Bolbona aksher chand ene debo
Bolbona tumi rajkonna
Shudhu jiggesh kori
Debe ki pari hok joto jhor bonna
Amar choto tori bolo jabe ki.
Noi miche asa,noi sodo valobasa
Noi akashe preme ondhu
Jani tumi ami
Amader tori ajob ak bondhutto
Tumar choto tori bol neba ki.
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন বাউল গান,ফোক গান,ছায়াছবির গানের লিরিক্স, বাংলা নাটকের গানের লিরিক্স,পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে।