Ektukhani Lyrics (একটুখানি) Minar Rahman
Bangla Lyrics,Bengali Song Lyrics, Bangla new music song lyrics 2021, LyricsEktukhani Lyrics,Bangla Natok song Lyrics,
একটুখানি Is Bangla Natok Song.This Song Is Sung By Minar .This Song Lyrics Created by Asif Iqbal
- Song Information:
Song : Ektukhani
Singer : Minar Rahman
Lyrics : Asif Iqbal
Tune & Composition : Minar Rahman
Music Arrangement : Sajid Sarker
Label : Gaanchill Music
Ektukhani Song Lyrics :
একটুখানি দেখবো বলে
আকাশ পাতাল ইচ্ছে আমার
মনেতে সারাটি ক্ষণ শুধুই উঁকি দিচ্ছে।
তুমি স্বপ্নে দেখা রাজকন্যা যেন
আমায় তুমি দেখেও এখন
দেখছো না যে কেন?
ভালোবাসা বুঝি এমনই তো হয়
কোনো কিছুই, কোনো কিছুই
মানছে না তো হৃদয়।
এত চেনা শহরে, অন্য আদরে
অন্য মায়াতে, আমায় ছেড়ে
তুমি কোথায় বলো চলে যাও?
একটু পাশে রাখবো তোমায়
অবুঝ সবুজ ইচ্ছে আমার,
হৃদয়ে তোমারই গান
শুধুই বুঝি বাজছে।
তুমি রূপকথারই রাজকন্যা যেন
একটু হেসে আমায় তুমি
ডাকছো না যে কেন?
ভালোবাসা তো এমনই হয়
কোনো কিছুই, কোনো কিছুই
মানছেনা তো হৃদয়।
এত চেনা শহরে, অন্য আদরে
অন্য মায়াতে, আমায় ছেড়ে
তুমি কোথায় বলো চলে যাও?
নীল আর হলুদে রাজ প্রহরা মাখামাখি
মনের ভেতরে পাগল ডাকাডাকি,
তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি
আমার দু’চোখে তোমাকে ধরে রাখি,
তোমাকে ধরে রাখি ও..
এত চেনা শহরে, অন্য আদরে
অন্য মায়াতে, আমায় ছেড়ে
তুমি কোথায় বলো চলে যাও?
একটুখানি গানের লিরিক্স:
Ektukhani dekhbo bole
Akash patal icche amar
Monete saratikhon shudhui uki dicche.
Tumi shopne dekha rajkonna jeno
Amay tumi dekheo ekhon
dekhchho na je keno
Valobasha bujhi emoni toh hoy
Kono kichui kono kichui
Manche na toh hridoy.
Eto chena Shohore onno adorey
Onno mayate amay chere
Tumi kothay bolo chole jao
Ektu pashe rakhbo tomay
Obujh sobuj icche amar
Hridoye tomari gaan
Shudhui bujhi bajche.
Ektukhani dekhbo bole
Akash patal icche amar
Monete saratikhon shudhui uki dicche.
Thank you for staying with us, follow our site to get more new and old Baul songs, folk song music song lyrics, movie song lyrics,and comment and let us know how you like it.