Ghum parani bondhu ( আমার ঘুম পারানি বন্ধু) Lyrice by F A Sumon
সম্মানিত পাঠক ও পাঠিকা কেমন আছেন সবাই,
আশা করি ভালো আছেন,প্রতিবারের মত আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি offical music song Lyrice…Ghum parani bondhu,,.. গান টি গেয়েছে F A Sumon ,,, আশা করি এই গানটি আপনাদের ভালো লাগবে,,,,,,,,, আর নিত্য নতুন, গানের লিরিক্স পেতে আমাদের সাথেই থাকুন,,,,
আপনাদের মাঝে ভালো গানের লিরিক্স নিয়ে আসতে আমরা যথাযত চেষ্টা করি,,,,,,,তাই আপনারা আমাদের সাইটকে সাপোর্ট করবেন,,
Song information:
Song: Amar gum parani bondhu,,,
Singer: F A Sumon
Song: Amar gum parani bondhu,,,
Singer: F A Sumon
আমার ঘুম পারানি বন্ধু লিরিক্সঃ
আমার ঘুম পারানি বন্ধু তুমি – কোন আসমানের তারা
কোন আসমানে জোসনা বিলাও- এই আসমান টা ছাড়া,
গুনে ধরে কাছা বাঁশে -প্রেম অবুজ মনে
ষোল আনাই দুঃখ দিলা –চারআনা জীবনে
মেঘের মতন উরে উরে
অন্তর টারে খালি করে –করলা দিশা হারা.
আমার ঘুম পারানি বন্ধু- তুমি কোন আসমানের তারা
কোন আসমানে জোসনা বিলাও- এই আসমান টা ছারা
জল কাঁদে ঢেওে ঢেওে –পরান কাঁদে একা
কি আশাতে বুক বাসাইলা –অন্তর করে খাঁ খাঁ
আমার পাজর বেঙ্গে ছুরে
হৃদয় থেকে গেলে সরে- করলা পাগল পারা,,
আমার ঘুম পারানি বন্ধু তুমি –কোন আসমানের তারা
কোন আসমানে জোসনা বিলাও –এই আসমান টা ছারা
কোন আসমানে জোসনা বিলাও –এই আসমান টা ছারা
গুনে ধরে কাছা বাঁশে- প্রেম অবুজ মনে
ষোল আনাই দুঃখ দিলা, –চারআনা জীবনে
মেঘের মতন, –মেঘের মতন উরে উরে
অন্তর টারে খালি করে– করলা দিশা হারা
ষোল আনাই দুঃখ দিলা, –চারআনা জীবনে
মেঘের মতন, –মেঘের মতন উরে উরে
অন্তর টারে খালি করে– করলা দিশা হারা
আমার ঘুম পারানি বন্ধু তুমি –কোন আসমানের তারা
কোন আসমানে জোসনা বিলাও –এই আসমান টা ছারা
আমার ঘুম পারানি বন্ধু–তুমি -কোন আসমানের তারা ……!
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,,,,,আরো নতুন, পুরাতন,,,,দেশত্ববোধক ও,কষ্টের গানের রিলিক্স পেতে আমাদের সাইটকে ফলো করুন,,,,আর কমেন্ট করে জানিয়ে দিন গানটি আপনার কাছে কেমন লেগেছে,,,