Jai Din Jai Ekaki

Jai Din Jai Ekaki Lyrics | যায় দিন যায় একাকী লিরিক্স

পুরাতন গান

Jai Din Jai Ekaki Lyrics | যায় দিন যায় একাকী লিরিক্স

প্রিয় পাঠক ও পাঠিকা,আজ আমি আপনাদের মাঝে একটি ছায়াছবির গান নিয়ে এসেছি,যাই দিন যায় একাকী,গানটি করেছে টিটুল,অভিনয় করেছে,রিয়াজ ও পূর্নিমা,আশা করি গানটি আপনাদের ভালো লাগবে,,,,,

Song Information :

Song: Jai Din Jai Ekaki Lyrics
Cast: Riaz & Purnima
Singer: S. I. Tutul
Lyricst: Kabir Bakul
Music: S. I. Tutul
Movie: Hridoyer Kotha

যায় দিন যায় একাকী গানের লিরিক্সঃ

যায় দিন যায় একাকী
তাঁরে বিহনে কেমনে বলো থাকি…
যায় দিন যায় একাকী
তাঁরে বিহনে কেমনে বলো থাকি…

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে
ওহ এই বুকেতে দুঃখ বেঁধে রাখি…

যায় দিন যায় দিন যায় একাকী…

আজ বিরহের আখর দিয়ে মন লিখেছে কবিতা
সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা…

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে
ওহ এই বুকেতে দুঃখ বেঁধে রাখি…

যায় দিন যায় দিন যায় একাকী…

তারই আশায় প্রহর গুনে দিন এমনি ফুরাবে
ওহহ না পাওয়ার এই মন আকাশে স্বপ্ন একে যাবে…

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে
ওহ এই বুকেতে দুঃখ বেঁধে রাখি…

যায় দিন যায় একাকী
তাঁরে বিহনে কেমনে বলো থাকি…
যায় দিন যায় একাকী
তাঁরে বিহনে কেমনে বলো থাকি…

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে
ওহ এই বুকেতে দুঃখ বেঁধে রাখি…

যায় দিন যায় দিন যায় একাকী…

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন বাউল গান,ফোক গান,মিউজিক গানের লিরিক্স পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে,,,,