Jodi Thake Nosibe Apni Apni Asibe Lyrics
(যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে) by Chisty Baul
প্রিয় পাঠক ও পাঠিকা,আজ আমি আপনাদের মাঝে Chisty Baul এর জনপ্রিয় একটি গানের লিরিক্স নিয়ে এসেছি,Jodi Thake Nosibe Apni Apni Asibe আশা করি গানটি আপনাদের ভালো লাগবে,এই রকম আরো জনপ্রিয় গানের লিরিক্স পেতে আমাদের সাইটকে ফলো করুন,
Song Information:
Song : JODI THAAKE NOSIBEY
TAPOSH FEAT. CHISHTY BAUL
Singer: CHISTY BAUL
Lyrics & Tune: CHISTY BAUL
যদি থাকে নসিবে লিরিক্সঃ
যদি থাকে নসিবে,আপনি আপনি আসিবে,
জোর করে মন হরন কর না,করে ছলনা,
এই যে ভীষন যন্ত্রনা।(২বার)
আপন মন হয় যদি মনের মতন,
মনে মন করে আকর্ষণ।
সেই মনে আর ঘুনে ধরে না রে মন ধরে না.
সেই মনে আর ঘুনে ধরে না।
ভালো লাগলে ভালবেসে,
কাছে বসে মুচকি হাসে,
তাড়াইয়া দিলেও সরে না রে মন সরে না।
এই যে ভীষন যন্ত্রনা।।ঐ
ইচ্ছা দেনার প্রয়োজনে,
মনের মানুষ কাছে টানে
কোন মনের মানে না মানা রে মন জানো না,
বেদ বিধানের নিষেধ মানে না ।
দুই আত্মার হয় এক মত,
দুই মুর্তির হয় একি ছুরত
এক মরনে মরে দুইজনা মন জানো না,
এই যে ভীষন যন্ত্রনা।।
বেহায়ামনা শামসেল হকে,
আশার মশাল জেলে বুকে,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে মন মিলে না.
মনচোরা হালিম চান,
নিদয়া নিষ্ঠুর পাষান,
আঁখি জলে মন টলে না রে তার টলে না,
এই যে ভীষন যন্ত্রনা।ঐ
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন ফোক গানের লিরিক্স পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন গানটি আপনার কাছে কেমন লেগেছে,,,,