Kalima Nosib More Dio 2021 Gojol (কালিমা নসিব মোরে দিও ২০২১গজল

ইসলামিক গান

Kalima Nosib More Dio 2021 Gojol (কালিমা নসিব মোরে দিও  ২০২১ গজল)

আস্সালামু আলাইকুম,কেমন আছেন প্রিয় পাঠক ও পাঠিকা,আজ আমি আপনাদের মাঝে একটি ইসলামিক গানের লিরিক্স নিয়ে এসেছি,ডেকে নিবে যেদিন আমারে,আশা করি আপনাদের ভালো লাগবে,,,,

কালিমা নসিব মোরে দিও লিরিক্সঃ

ডেকে নিবে যেদিন আমারে,তোমার প্রিয় করে নিও,
হায়াতের দিন ফুরালে, খাতেমা ঈমান মোরে দিও (২বার)
ও আল্লাহ,,,,,,,কালেমা নসিব মোরে দিও (২বার)

তোমাকে করেছি পর দুনিয়া বুকে,
দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে (২বার)
পরিণতি হবে কি,,,,,চলে গেলে তাই
মালাকুল মউত আসবে যখন,
তখন তোমার রহমের হাত বাড়িও,
কালেমা নসিব মোরে দিও (২বার)

দুহাতে কেড়েছি হক কতো মানুষের,
আঘাতে করেছি ক্ষত কত যে মনের (২বার)
মানিনিতো তোমারে থেকেছি বিমুখ,
জবাবের ভয় বুকে কাপি ধুক ধুক
দয়াল মাবুদ মরনে কৃপা রাখিও..
কালেমা নসিব মোরে দিও (২বার)
কালেমা নসিব মোরে দিও (২ বার)

ধন্যাবাদ আমাদের সাথে থাকার জন্যে,,আরো ইসলামিক গজলের লিরিক্স পেতে আমাদের সাইটকে ফলো করেন,আর কমেন্ট করে জানিয়ে দিন গজলটি আপনার কাছে কেমন লেগেছে,,,,,,