Ki Jala Diya Gela More,,( কি জ্বালা দিয়া গেলা মোরে) Lyrics by Hridoy khan
প্রিয় পাঠক ও পাঠিকা কেমন আছেন সবাই,আশা করি ভালো আছেন,প্রতিবারের মত আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি Hridoy khaner Folk song Lyrice…ki jala diya gela more.. আশা করি এই গানটি আপনার মন জোগাবে,,,,
Song information:
Song: Ki Jala Diya Gela More
Singer: Hridoy khan
Lyric & Tune: Asgar Ali
কি জ্বালা দিয়া গেলা মোরে লিরিক্সঃ
কী জ্বালা দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে,,,
কি দুঃখ দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে
না দেখিলে পরান পোড়ে
না রাখি মাটিতে, না রাখি পাটিতে
না রাখি পালঙ্কের উপরে
সিঁথির সিঁদুরে রাখিব বন্ধুরে
সিঁথির সিঁদুরে রাখিব বন্ধুরে
বন্ধু পরবাসী, পরের ঘরে আসি
এত ঘুমে কেনে ধরে
ও বন্ধু পরবাসী, পরের ঘরে আসি
এত ঘুমে কেনে ধরে
কয়লা করে ধ্বনি, পোহাইলো রজনী
কয়লা করে ধ্বনি, পোহাইলো রজনী
না ডাকি ননদিনীর ডরে
না ডাকি ননদিনীর ডরে
নারীর প্রেমগাছে,, কি টোনা কইরাছে
বস্ত্র খসি খসি পড়ে,,,নারীর প্রেমগাছে
কি টোনা কইরাছে,,,বস্ত্র খসি খসি পড়ে
কহে আসগর আলী, সাধু শত জানি
উদাসী বানাইল মোরে
উদাসী বানাইল মোরে।।ঐ
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,,,,,নতুন,, পুরাতন গানের রিলিক্স,, পেতে আমাদের সাইটকে ফলো করুন,,,,,,