Lolona Lyrics (ললনা) By Shiekh Sadi
Lolona Lyrcis Is Bangla musuc Song.This Song Is Sung By Shiekh Sadi. This Song Lyrics by Shiekh Sadi.
- Song Information:
Song: Lolona
Singer: Shiekh Sadi
Lyrics & Tune: Shiekh Sadi
Music: Sahriar Rafat
Label: Central Music
ললনা গানের লিরিক্স:
ও ললনা ও ললনা ও ললনা ও ললনা
তুমি আমার মনটা বুঝ না, ও ললনা
তোমার সাথে আমার বনেনা ও ললনা
নাটক বুঝ আবেগ বুঝ না।
আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস
তুমি মনে জায়গা দিলা না,
তোমার কাছে ছিলাম আমি ফ্লাক্সিলোড আর টাইমপাস
পকেট খালি পাইনা তোর সুবাস ও ললনা।
তোমার সাথে আমার বনেনা ও ললনা
দেহ দিলা মনটা দিলা না।
টেডিবিয়ার বারবিডল আইসক্রিম আর চিকেনবল
তুমি আমার কম তো খাইলা না।
টেডিবিয়ার বারবিডল আইসক্রিম আর চিকেনবল
তুমি আমার কম তো খাইলা না।
নিজের বেলায় ষোলো আনা
আমার বেলায় চাইর আনা
ভালোবাসা জমা রইল না।
ও ললনা তোমার সাথে আমার বনেনা
দেহ দিলা মনটা দিলা না।
বাপের আমি ছোট পোলা তোমার লাইগা পকেট খোলা
বাপের ক্যাশে হিসাব মেলে না
ও ললনা তোমার লাগি কর্জ মেটে না
ও ললনা তোমার লাগি কর্জ মেটে না।
প্রেম সাগরে ডুবায়া দিলা ঠাই তো মোরে দিলা না
কন্যা তোমার জবাব হয় না
ও ললনা তোমার সাথে আমার বনেনা
নাটক বুঝ আবেগ বুঝ না।
আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস
সেথায় এখন গরু খায় ঘাস
প্রেমের নামে ছিনিমিনি ভালোবাসা ভন্ডামি
এই নীতি মোর জানা ছিল না
ও ললনা তুমি আমার কদর করলা না
ও ললনা ভালোবাসার মূল্য দিলা না
Lolona Song Lyrics:
O lolona O lolona O lolona O lolona
tumi amar monta bujho na o lolona
tomer sathe amar bonena o lolona
natok bujho abeg bujho na.
Amar buker pinjirate chilo tomar bosobas
tumi mone jaiga dila na
tomar kache cilam ami phlaksilod ar timepas
poket khali paina tor subas o lolona
tomer sathe amar bonena o Lolo na
deho dila monta dila na.
Thank you for staying with us, follow our site to get more new and old Baul songs, folk song music song lyrics, movie song lyrics,Natok song lyrics.and comment and let us know how you like it ,….