Moira Gele Kanba Thiki Lyrics – মইরা গেলে কানবা ঠিকই – By Sathi Khan
প্রিয় পাঠক ও পাঠিকা কেমন আছেন সবাই,
আশা করি ভালো আছেন,প্রতিবারের মত আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি গানের রিলিক্স….moira Gela Kanba Thiki…মইরা গেলে কানবা ঠিকই,,…গানটি গেয়েছে Sathi khan. আশা করি এই গানটি আপনার মন জোগাবে,,,,
Song information:
Song : moira Gele kanba Thiki-
Singer: Sathi khan
Lyric:Sheikh Nazrul
Moira Gele Kanba Thiki Lyrics:
Moira Gele Kanba Thiki
Baicha thakte bujhla na
Hater din thela paye
Apon manush khujla na
Agule dore takai dekho
Maya maya lagbe go
Chokh ta ektu bakaiya dekho
Kosto mone jagbe go
Harai gele sadba thiki
Ekhon jare bujla na
Kopale that raikha dekho
Nijer vaggo paiba go
Thoter kache thaika dekho
Thakte aro chaiba go
Eka eka hasba thiki
Aj je vasha bujla na
Hater din thela paye
Apon manush khujla na
মইরা গেলে কানবা ঠিকই লিরিক্স:
মইরা গেলে কানবা ঠিকই
বাঁইচা থাকতে বুঝলা না
হাতের ধন ঠেললা পায়ে
আপন মানুষ খুঁজলা না (2 বার)
আঙ্গুল ধরে তাকাই দেখো
মায়া মায়া লাগবে গো
চোখটা একটু বাঁকাই দেখো
কষ্ট মনে জাগবে গো (2 বার)
হারাই গেলে সাধবা ঠিকই
এখন যারে বুঝলা না
হাতের ধন ঠেললা পায়ে
আপন মানুষ খুঁজলা না
কপালে হাত রাইখা দেখো
নিজের ভাগ্য পাইবা গো
ঠোঁটের কাছে থাইকা দেখো
থাকতে আরও ছাইবা গো
ও.. কপালে হাত রাইখা দেখো
নিজের ভাগ্য পাইবা গো
ঠোঁটের কাছে থাইকা দেখো
থাকতে আরও ছাইবা গো
একা একা হাসবা ঠিকই
আজ যে ভাষা বুঝলা না
হাতের ধন ঠেলনা পায়ে
আপন মানুষ খুজলা না
মইরা গেলে কানবা ঠিকই
বাইচা থাকতে বুঝলা না
হাতের ধন ঠেললা পায়ে
আপন মানুষ খুজলা না।। (2 বার)
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,,,,,নতুন,, পুরাতন,,,ও দেশত্ববোধক গানের রিলিক্স,, পেতে আমাদের সাইটকে ফলো করুন,,,,,,