Mon Bojhe Na lyrics (মন বোঝে না) Chirodini Tumi je Amar
Bangla Lyrics,Bengali Song Lyrics, Mon Bojhe Na Song Lyrics, bangla Movie Song Lyrics.
প্রিয় পাঠক ও পাঠিক,আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা ছায়াছবির গানের লিরিক্স নিয়ে এসেছি,আপনাদের দেখার সার্থে আমরা ইউটিউব ভিডিও দিয়ে থাকি,যাতে আপনাদে দেখে ও শুনে শুনে পড়তে পারেন,
Song Information:
Song : Mon Bojhe Na.
Movie : Chirodini Tumi Je Amar 2.
Singer : Arijit Singh.
মন বোঝে না গানের লিরিক্সঃ
মন বোঝে না বোঝে না, বোঝে না,
মন বোঝে না, বোঝে না।
পড়ছে কেনো বিনা মেঘেই বাজ
পদ্য লেখা আমার তো নয় কাজ,
চাইছি দিনে অল্প দেখা তোর
পালটে দিতে আমার গল্পের মোড়,
কিছুতেই উপায় মেলে না……
মন বোঝে না, বোঝে না, বোঝে না,
মন বোঝে না, বোঝে না..
ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়,
গড়বো ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়,
কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই
চারটে হাতে খেলনা পাতে একজোড়া চড়ুই
সে ভাবনারা চোখ খোলে না……..
মন বোঝে না, বোঝে না, বোঝে না,
মন বোঝে না, বোঝে না..
রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই,
মেলায় যাবো রিক্সা চড়ে বসবি পাশে তুই,
বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ
একটু চিনে নিলেই হবো দুজন মিলে এক,
তবু স্বপ্নেরা মুখ তোলে না………
মন বোঝে না বোঝে না, বোঝে না,
মন বোঝে না, বোঝে না,,,
পড়ছে কেনো বিনা মেঘে বাজ
পদ্য লেখা আমার তো নয় কাজ,
চাইছি দিনে অল্প দেখা তোর
পালটে দিতে আমার গল্পের মোড়
কিছুতেই উপায় মেলে না……
মন বোঝে না বোঝে না বোঝে না
মন বোঝে না বোঝে না,,,
Mon bojhe na song Lyrics:
Mon bojhe na bojhe na,
Porche keno bina meghei baj,
Poddo lekha amar to noy kaj,
Chaichi dine olpo dekha tor,
Palte dite amar golper moor
Kichutei opay mele na,,,,,,
Mon bojhe na, bojhe na
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন বাউল গান,পুরাতনগান ছায়াছবির গানের লিরিক্স পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে,,,,