Mon Churi Lyrics

Mon Churi Lyrics (মন চুরি) By F A Sumon

মিউজিক গান

Mon Churi Lyrics (মন চুরি) By F A Sumon

Bangla Lyrics,Bengali Song Lyrics, Bangla new music song lyrics 2021,Bangla Best song Lyrics 2021. Mon Churi Lyrics

  • Song Information:
    Song : Mon Churi
    Singer : F A Sumon
    Lyrics : Nirmal Dash
    Tune & Music : F A Sumon.

মন চুরি গানের লিরিক্স :

মন চুরি করে বন্ধু কোথায় যাও তুমি
তোমার নামে লিখে দিলাম,
আমার হৃদয় ভূমি। (২ বার)

হৃদ মাঝারে যত্ন করে
স্বপ্ন সাজাই খুব গোপনে
কেন বোঝনা তোমাকে ছাড়া,
হৃদয় মরুভূমি

মন চুরি করে বন্ধু কোথায় যাও তুমি
তোমার নামে লিখে দিলাম,
আমার হৃদয় ভূমি

হাতটা আমার ধরে তুমি,
থাকো আমার পাশে
তোমার ছোয়া পেলে মনটা,
মুচকি মুচকি হাসে। (২ বার)

তোমায় কত ভালোবসি,
জানে অন্তর জামি
মন চুরি করে বন্ধু কোথায় যাও তুমি
তোমার নামে লিখে দিলাম,
আমার হৃদয় ভূমি।

থাকলে তুমি রাজি বন্ধু,
ডাকবো আমি কাজী
তোমার জন্য এ জীবনটা,
রাখবো আমি বাজি। (২ বার)

জানে চন্দ্র জানে রবি,
আমার ভাবনায় তুমি
মন চুরি করে বন্ধু কোথায় যাও তুমি
তোমার নামে লিখে দিলাম,
আমার হৃদয় ভূমি।

হৃদ মাঝারে যত্ন করে,
স্বপ্ন সাজাই খুব গোপনে
কেন বোঝনা তোমাকে ছাড়া,
হৃদয় মরুভূমি।

মন চুরি করে বন্ধু কোথায় যাও তুমি
তোমার নামে লিখে দিলাম,
আমার হৃদয় ভূমি। (২ বার)

Mon Churi Song Lyrics:

Mon churi kore bondhu kothai jaw tumi
Tomar name likhe dilam
Amar hridoy bhumi(2x)

Hrid majhare joton kore,
Shopno sajai khub gopone
Kano bojhona tomake chara
Hridoy morubhumi.

Hatta amar dhore tumi,
thako amar pase
Tomar choya pele monta
mucki mucki hase(2x)

Takle tumi raji bhundoD
akbo ami kazi
Tumar jonno aai jibonta
Rakbo ami baji(2x)

Jane condu jabe robi
Amar bhabonai tumi
Mon churi kore bondhu kothai jaw tumi
Tomar name likhe dilam
Amar hridoy bhumi(2x)

Thank you for staying with us, follow our site to get more new and old Baul songs, folk song music song lyrics, movie song lyrics,Islami song lyrics,and comment and let us know how you like it.