O Hey Shyam Lyrics – (ও হে শ্যাম) by Imran & Kona
সম্মানিত পাঠক ও পাঠিকা কেমন আছেন সবাই,আশা করি ভালো আছেন,প্রতিবারের মত আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি offical music song Lyrice…O Hey Shyam lyrice,,.. গান টি গেয়েছে Imran & kona, আশা করি এই গানটি আপনাদের ভালো লাগবে,,,,,,,,, আর নিত্য নতুন, গানের লিরিক্স পেতে আমাদের সাথেই থাকুন,,,,
আপনাদের মাঝে ভালো গানের লিরিক্স নিয়ে আসতে আমরা যথাযত চেষ্টা করি,,,,,,,তাই আপনারা আমাদের সাইটকে সাপোর্ট করবেন
Song information:
Song Name : O Hey Shyam
Singer : Kona & Imran
Lyrics : Shah Alam Sarkar
ও হে শ্যাম গানের লিরিক্সঃ
ও হে শ্যাম,
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।(২বার)
বাগিচার ফুল তুমি,
দুলিয়ায় নাচি আমি,
মালা গেঁথে গলায় পড়িব,
অন্য কেউরে না আমি চাইতে দিবো
ও হে শ্যাম…!
বুকের মাঝে লুকাইয়িয়া
রাখে মুক্তা ঝিনুক,
এই বুকে লুকানো তুমি,
জগতের লজ্জা মুখ।(২বার)
আকাশেরও চাঁদ তুমি,
দরিয়ায় নাচি আমি।
সারা অঙ্গেতে মাখিবো ,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
ও হে শ্যাম,
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
ও হে শ্যাম…!
সুভাসও মিশিয়া থাকে
পাঁপড়ির ভাজে ভাজে ,
তেমন তুমি আছো মিশে,
আমার দেহের মাঝে।
ও… সুভাসও মিশিয়া থাকে
পাঁপড়ির ভাজে ভাজে ,
তেমন তুমি আছো মিশে,
আমার দেহের মাঝে।
সাত রাজার ধন তুমি,
খুঁজিয়া পাইয়াছি আমি,
মনের মনি কোঠায় রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
ও হে শ্যাম,
তোমারে আমি নয়নে নয়নে রাখিবো,
অন্য কেউরে না আমি চাইতে দিবো।
ও হে শ্যাম…