Oh My Love lyrics (ও মাই লাভ) from Amanush || Kunal Ganjawala & Shreya Ghoshal
Oh My Love lyrics Lyrics Is Music Song.This Song Is Sung By Kunal Ganjawala & Shreya Ghoshal.This Song Cover Jeet Ganguli.This Song Lyrics Created by Prasen.
Bengali Song Lyrics, Oh My Love Song Lyrics, Amanush Movie Song Lyrics, Kunal Ganjawala Song Lyrics, Shreya Ghoshal Song Lyrics.
- Song Information:
Song : Oh My Love.
Movie : Amanush.
Singer : Kunal Ganjawala & Shreya Ghoshal.
Music : Jeet Ganguli.
Lyrics : Prasen.
Oh My Love song lyrics :
আমার স্বপ্ন জুড়ে তুই
আর তোর চিন্তারা শুধুই,
ঘুরে ফিরে যাচ্ছে বারেবার
আর কোনো রাস্তা নেই আমার,
বলনা তোর দোহাই, প্রেম ভাসাই
কোন জলে..
ও মাই লাভ, আদুরে আলাপ
ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে,
বি মাই লাভ, একটা গোলাপ
চুপিসাড়ে রেখে গেলাম তোর কোলে।
সুখেরই চাদরে, রোদেরই আদর
পাঠিয়েছি তোর নামে,
ও চাঁদেরই আলোকে, রুপোলি পালক
রাখা আছে নীল খামে।
তোর উত্তরেরই আশায়
প্রশ্নরা চিহ্ন ভুলে যায়,
আবেগের ব্যস্ত পারাপার
আর কোনো রাস্তা নেই আমার,
বলনা তোর দোহাই, প্রেম ভাসাই
কোন জলে ..
ও মাই লাভ, আদুরে আলাপ
ছুঁয়ে তোর আঁচলে এলাম বলে,
বি মাই লাভ, একটা গোলাপ
চুপিসাড়ে রেখে গেলাম তোর কোলে।
মনেরই দেয়ালে, খামোকা খেয়ালে
আঁকিবুকি তোর ছবি,
ও জাগিয়ে চলে যা, তবু তো বলে যা
কবে রে আমার হবি।
তোর উত্তরেরই আশায়
প্রশ্নরা চিহ্ন ভুলে যায়,
আবেগের ব্যস্ত পারাপার
আর কোনো রাস্তা নেই আমার,
বলনা তোর দোহাই, প্রেম ভাসাই
কোন জলে …
ও মাই লাভ, আদুরে আলাপ
ছুঁয়ে তোর আঁচলে এলাম বোলে,
বি মাই লাভ, একটা গোলাপ
চুপিসাড়ে রেখে গেলাম তোর কোলে।
ও মাই লাভ গানের লিরিক্সঃ
Amar shopno jure toi
Aaar tore cintara sodoi
Gure fire jacce bare bar
Aar kono raasta nai amar
Bolona tor dohai,prem vasai
Kon jole.
O my love, adore alap
Choye tor achole alam bole
B my love,akta golap
Copisare reka gelam tor kopale.
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন বাউল গান,ফোক গান,ছায়াছবির গানের লিরিক্স, বাংলা নাটকের গানের লিরিক্স,পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে।