Por Manushe Dukkho Dile(পর মানুষে দুঃখ দিলে গানের লিরিক্স,,,by Rinku
সম্মানিত পাঠক ও পাঠিকা কেমন আছেন সবাই,
আশা করি ভালো আছেন,প্রতিবারের মত আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি Folk song Lyrice…por manushe Dukkho Dile...গানটি গেয়েছে Rinku,,,, আশা করি এই গানটি আপনাদের ভালো লাগবে,,,,,,,,,
Song information:
Song : Por Manushe Dukkho Dile
Singer : Rinku
Lyrics , Tune : Akkas Dewan
Singer : Rinku
Lyrics , Tune : Akkas Dewan
পর মানুষে দুঃখ দিলে গানের লিরিক্সঃ
পর মানুষে দুঃখ দিলে….দুঃখ মনে হয় না,
আপন মানুষ কষ্ট দিলে….মেনে নেয়া যায় না,
আপন মানুষ কষ্ট দিলে….মেনে নেয়া যায় না!
সবার একজন মনের মানুষ….প্রাণের মানুষ থাকে,
মন প্রাণ উজাড় করিয়া….ভালবাসে তাকে।
ভালবাসে যে যাহাকে…..কষ্ট যেন দেয় না,
আপন মানুষ কষ্ট দিলে….মেনে নেয়া যায় না,
পাথরের আঘাতে কেহ…..খুশিতে হাসে,
ফুলের আঘাত পেয়ে কেহ….কেঁদে ধুলায় মিশে !
পাথরের আঘাত সয় বুকে….ফুলের আঘাত সয় না;
আপন মানুষ কষ্ট দিলে….মেনে নেয়া যায় না !
ভালবাসলে স্বার্থ ভুলে….ভালবাসিও,
ভাল যারে বাসিয়াছ….ভালবেসেই যাইও
ভাল যারে বাসিয়াছ….ভালবেসেই যাইও
আক্কাস দেওয়ান…..মরলে কইও
বন্ধু যেন ছোঁয় না !
আপন মানুষ কষ্ট দিলে……মেনে নেয়া যায় না !ঐ
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,,,,,নতুন,, পুরাতন গানের রিলিক্স,, পেতে আমাদের সাইটকে ফলো করুন,,,,,,