Premer Silalipi Lyrics

Premer Silalipi Lyrics (প্রেমের শিলালিপি) By Rupak Tiary & Kajol

বাংলা নতুন গান

Premer Silalipi Lyrics (প্রেমের শিলালিপি) By Rupak Tiary & Kajol

Premer Silalipi Lyrics Is Bangla music Song.This Song Is Sung By Rupak Tiary & Kajol Chatterjee.This Song  Lyrics by Aviman Paul.

  • Song Information
    Song :  Premer Silalipi
    Lyrics :  Aviman Paul
    Vocal :  Rupak Tiary & Kajol Chatterjee
    Music Produced by : Rupak Tiary
    Direction – Aditya Paul

প্রেমের শিলালিপি গানের লিরিক্স :

তোমায় নতুন করে
ছুঁতে চাওয়ার মুহূর্তরা
তোমার চেনা চোখে,
নতুন করে হারিয়ে যাওয়া।

তুমি ছোট্ট টিপে, তাকাও মেপে
জল মাপো সই
আমি দুএক পশলা, বৃষ্টি হতে
পারছি কই।

আমিও ছিলাম বসে
তোমার পথের অপেক্ষাতে,
জানলা খোলা উড়ো চিঠির
আস্কারাতে।

তোমায় আলোয় আলোয় সাজাই,
তোমায় মনের  রঙে সাজাই
তুমি শহর জুড়ে,
প্রেমের শিলালিপি।

তুমি আমার হয়েই থেকো
আমায় পুরনো নামেই ডেকো
আমি কখন যে তোমারহলাম
চুপিচুপি।

তোমায় অনেক কিছু
বলার আছে, শুনবে কি
তারায় তারায় এই মিষ্টি প্রহর
গুনবে কি (২ বার)।

আমি পূর্ণ হলাম
তোমার চোখের আয়নাতে
হাত ছেড়োনা অবুঝ কিছু
বায়নাতে।

তোমায় আলোয় আলোয় সাজাই
তোমায় মনের  রঙে সাজাই
তুমি শহর জুড়ে,
প্রেমের শিলালিপি।

তুমি আমার হয়েই থেকো
আমায় পুরনো নামেই ডেকো
আমি কখন যে তোমার হলাম
চুপিচুপি।

Premer Silalipi Song Lyrics :

Tomay natun kore
Chute caoya muhurthota
Tomer cena cokhe
Natun kore hariya jaoya.

Tumi chotto tipe, takao mepe
Jol mapo soi
Ami du ek pasla bristi hote
parchi koi.

Ami o chilam bose
Tomar pother apekhate
janla khola uro cithir
Askarate.

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন ইসলামিক গানের লিরিক্স, ছায়াছবির গানের লিরিক্স, পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে,,,,