Shai Rabbana Lyric(সাই রাব্বানা লিরিক্স)by Raju mondol

মিউজিক গান

Shai Rabbana Lyric(সাই রাব্বানা লিরিক্স)by Raju mondol

আস্সালামু আলাইকুম,কেমন আছেন সবাই,আশা করি ভালো আছেন,,,আজ আপনাদের মধ্যে Raju mondol এর একটি গানের লিরিক্স নিয়ে এসেছি,,,গানটি হলো,,সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা না, আশা করি গানটি আপনাদের ভালো লাগবে,,,,,,

song information:

Song: Shai Rabbana
Singer:Raju mondol

সাই রাব্বানা গানের লিরিক্সঃ

সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া
কেন থাকতে দিবা না,,,(2 বার)

ওরে,,ঘর দিলা সংসার দিলা
অনন্ত বাসনা দিলা
জনম ভরে থাকতে ভবে
আয়ু দিলা না,,
সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া
কেন থাকতে দিবা না,,(২বার)

কি জন্য পাঠাইলা সাই,,,
ভোজবাজির দুনিয়ায়,,
ইশারাতে সব করাইয়া
নিবানা তার দায়,(২বার)

ওরে পাপ দিলা পুন্য দিলা
ভাল মন্দের দন্ধ দিলা,,
মন্দ ভালর জীবন দিয়া
শান্তি দিলানা,,,,
সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া
কেন থাকতে দিবা না,, (২বার)

কি খেলা খেলিছ সাই জন্ম মিত্যু দিয়া
স্বর্গ নরক রাখছ নাকি ঐ পারেতে নিয়া,,(২বার)
ওরে সুখ দিলা অসুখ দিলা জন্ম মিত্যুর দায় নিলা,,
তুমার লিলা বুজার মত শক্তি দিলা না,,
সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া
কেন থাকতে দিবা না,(২বার)

ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত ভাসনা দিলা
জনম ভরে থাকতে ভবে আয়ু দিলা না,,
সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া
কেন থাকতে দিবা না,, (২বার)
সাই রাব্বানা,,সাই রাব্বানা,, সাই রাব্বানা,,,,,,,,

 

ধন্যবাদ,আমাদের সাথে থাকার জন্যে,আমাদের এই সাইটে আরো অনেক ধরনের গান পেয়ে যাবেন,যেমন,বাউল গান,পুরাতন গান,দেশত্ববোধক গান,ইসলামি গান,,,ইত্যাদি,,,,নিত্য নতুন গানের লিরিক্স পেতে আমাদের সাথেই থাকুন,আর কমেন্ট করে জানিয়ে দিন গানটি আপনার কাছে কেমন লেগেছে,,,,,