Shunno Hridoy Lyrics (শূন্য হৃদয়) Hridoy Khan
Shunno Hridoy Lyrics Is Music Song.This Song Is Sung By Hridoy Khan .This Song Lyrics Created by Shanarei Devi Shanu.
- Song Information:
Song : Shunno Hridoy
Tune, Music, Vocal : Hridoy Khan
Lyrics : Shanarei Devi Shanu
Production : HK Production
শূন্য হৃদয় জুড়ে গানের লিরিক্স
শূন্য হৃদয় জুড়ে
তুই ছিলি মনের ঘরে,
হারিয়ে ফেলেছি তোকে
মিছে আলো ছায়ায়।
ভুলে যাওয়া গান কবিতায়
তুই ছিলি আমারই,
তুই হীনা শূন্য অসহায়।
ধোঁয়াশা বেদনায়
বোবা শূন্যতায়,
এখনো তোকেই আমি কুড়িয়ে পাই।
তোর নালিশ তোর আদর
উষ্ণ মায়ায়।
কি করে ভুলে গেলি মিথ্যে তুই
চুলের ঘ্রাণে ছিলাম বিলীন,
কি করে ছেড়ে চলে গেলি তুই
তোকে ছাড়া যার কাটতো না দিন,
ছলছল চোখ, সুখী অভিনয়
অভিমান মন মুখোশে ঢাকি।
ধোঁয়াশা বেদনায়
বোবা শূন্যতায়,
এখনো তোকেই আমি কুড়িয়ে পাই।
তোর নালিশ তোর আদর
উষ্ণ মায়ায়।
একবার তো এসে দেখে যা তুই
ভালোবেসে খুন হয়েছি আমি,
ফেরারি সুখ কেন মরে যায়
স্মৃতির আয়নায় তুই বেনামী,
ছলছল চোখ সুখী অভিনয়
অভিমান মন মুখোশে ঢাকি।
ধোঁয়াশা বেদনায়
বোবা শূন্যতায়,
এখনো তোকেই আমি কুড়িয়ে পাই।
তোর নালিশ তোর আদর
উষ্ণ মায়ায়।
Shunno Hridoy Song Lyrics :
Shunno hridoy jure
tui chili moner ghore
Hariye felechi toke
Miche aalo chayay
Bhule jaowa gaan kobitay
TUi chili amari
Tui hina shunno oshohay.
Dhowasha bedonay boba shunnotay
Ekhono tokei ami kuriye pai
Tor nalish tor ador ushno mayay.
Ki kore bhule geli mitthe tui
Chuler ghranechilam bilin
Ki kore chere chole geli tui
Toke chara jaar katto na din
Cholchol chokh sukhi obhinoy
Obhiman mon mukhoshe dhaki.
Dhowasha bedonay boba shunnotay
Ekhono tokei ami kuriye pai
Tor nalish tor ador ushno mayay.
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন বাউল গান,ফোক গান,ছায়াছবির গানের লিরিক্স, বাংলা নাটকের গানের লিরিক্স,পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে।