Sokhi Tora Prem Korio Na Lyrics (সখি তোরা প্রেম করিয়ো না) Abdul Karim
Sokhi Tora Prem korio Na, Baul song,is this bangla beat song,singer Shiuly Sarkar, by Abdul karim
Song Information:
Song : Sokhi Tora Prem Korio Na
Singer : Shiuly Sarker
Lyricist : Shah Abdul Karim
সখি তোরা প্রেম করিয়ো না গানের লিরিক্স:
সখি তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তরা প্রেম করিয়ো না,
প্রেম করছে যে জন জানে সে জন
পিরিতের কি বেদনা,
সখি তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তোরা প্রেম করিয়ো না।
প্রেম করে ভাসল সাগরে
অনেকে পাইলো না কুল,
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল।
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান রইলোনা,
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান রইলোনা,
সখি তোরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তোরা প্রেম করিয়ো না।
পিরিত পিরিত সবাই বলে
পিরিতি সামান্য নয়,
কলঙ্ক অলঙ্কার করে
দুঃখের বোঝা বইতে হয়।
কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা,
কাম হইতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা,
সখি তরা প্রেম করিয়ো না
পিরিত ভালা না,
সখি তরা প্রেম করিয়ো না।
প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যে জন সেই মহাজন
না থাকে তাঁর লজ্জা ভয়।
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমিকে বোঝেনা,
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমিকে বোঝেনা,
সখি তরা প্রেম করিয়ো না
পিরিত ভালো না,
সখি তরা প্রেম করিয়ো না
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতের কি বেদনা,
সখি তরা প্রেম করিয়ো না
পিরিত ভালো না,
সখি তরা প্রেম করিয়ো না।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে,আরো নিত্য নতুন ও পুরাতন বাউল গানের লিরিক্স পেতে আমাদের সাইট কে ফলো করুন,আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে,,,,