Sonar Modina Amar Praner Modina Gojol (সোনার মদিনা আমার প্রানের মদিনা গজল)

ইসলামিক গান

Sonar Modina Amar Praner Modina Gojol (সোনার মদিনা আমার প্রানের মদিনা গজল)

আসৃসালামু আলাইকুম,কেমন আছেন আপনারা, আশা করি ভালো আছে,আজ আমি আপনাদের মাঝে একটি ইসলামিক গজল নিয়ে এসেছি,গজলটি গেয়েছে তারেক আবেদিন কাদরী, গজলটি  মদিনার শান তুলে ধরেছে,গজলটি অনেক সুন্দর সুরে গেয়েছে,,আশা করি গজলটি আপনাদের ভালো লাগবে,

সোনার মদিনা গজলঃ

সোনার মদিনা আমার প্রানের মদিনা,,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা,,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা।(২বার)

ভুলিনি,ভুলবনা ভুলতে পারিনা…
ভুলিনি,ভুলবনা ভুলতে পারিনা,,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

আরশ মোয়াল্লার চেয়ে বড় তুমি হও
খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও।
(কেন)তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা
তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা।।
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

ইহছরিব নামে ছিলে তুমি অলুখনের দেশ
বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ।(২বার)
নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা
নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা।।
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা।ঐ

জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন
খাকে শিফার অধিকারী তোমায়
করেছেন,,(২বার)
(আরে)তোমার বুকে প্রবাহিত নূরেরী ঝর্না ।
তোমার বুকে প্রবাহিত নূরেরী ঝর্না
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা

তোমার বুকে আমার নবীর কদম পড়েছে
তোমার বুকে জিব্রাইল আমিন সদায় এসেছেন,
অধম গোলাম কেমন করে যাব মদিনা ।
অধম গোলাম কেমন করে যাব মদিনা

সোনার মদিনা আমার প্রানের মদিনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা
ভুলিনি,ভুলবনা ভুলতে পারিনা…
ভুলিনি,ভুলবনা ভুলতে পারিনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা।ঐ