Tui Keno Chaira Geli Lyrics (তুই কেন ছাইড়া গেলি) By Baul Sukumar
Tui Keno Chaira Geli Lyrcis Is Bangla music Song.This Song Is Sung By Baul Sukumar.This Song Lyrics by Anupam Biswas.
- song: Tui keno Chaira Geli
Singer: Baul Sukumar
Lyrics: Anupam Biswas
Tune: Ehsan Rahi
Music: Ankur Mahamud
Starring: Zaher Alvi, Ontora, Mahima
Label: Eagle Music
Tui Keno Chaira Geli Lyrics :
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু শুধু তোরে
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে।(২)
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না এক বার
তুই বিনে আমার জীবন
হয়লো রে চুরমার।
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু শুধু তোরে
তুই কেন সাইরা গেলি
একলা আমায় করে।
আমার কোলে রাইখা মাথা
দেখাইটি সপন
তোর চোখেতে চোখ রাইখা
ভাবতাম তুই আপন।
কোথাই গেল সেই দিনেরি
আদর মাখা কথা
ঠিকি তুই ছাইরা গেলি
দিলি আমায় ব্যথা।
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না এক বার
তুই বিনে আমার জীবন
হয়লো রে চুরমার।
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু শুধু তোরে
তুই কেন সাইরা গেলি
একলা আমায় করে।
আঙ্গুন জলে বুকের ভেতর
বুঝে নাতো কেউ
জইলা মরি আপন জ্বালাই
দুই চোখেতে দেউ।
খুজে বেড়াই তোকে আমি
বেপরোয়া হয়ে
আমার মধ্যে নাই রে আমি
দুঃখ গেছে সয়ে।
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না এক বার
তুই বিনে আমার জীবন
হয়লো রে চুরমার।
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু শুধু তোরে
তুই কেন ছাইরা গেলি
একলা আমায় করে।
তুই কেন ছাইরা গেলি লিরিক্সঃ
Jibon bhore baslam valo
Bondhu sodo tore
Toi keno saira geli
Akla amai kore.
Onner haate rakhli haat
Bhabli na ak bar
Toi bine amar jibon
Hoilo re chormar.
Jibon bhore baslam valo
Bondhu sodo tore
Toi keno saira geli
Akla amai kore.
Thank you for staying with us, follow our site to get more new and old Baul songs, folk song music song lyrics, movie song lyrics,Natok song lyrics.and comment and let us know how you like it.