Tumi Amar Emoni  Ekjon…তুমি আমার এমনই একজন.  Lyrice,,, by Kanak Champa

ছায়াছবির গান

 

Tumi Amar Emoni  Ekjon…তুমি আমার এমনই একজন.  Lyrice,,, by Kanak Champa

প্রিয় পাঠক ও পাঠিকা কেমন আছেন সবাই,

আশা করি ভালো আছেন,প্রতিবারের মত আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি পুরাতন ছায়াছবির  গানের রিলিক্স….Tumi amar Emoni akjon… গানটি গেয়েছে জনপ্রিয় শিল্পি Kanak Champa,, আশা করি এই গানটি আপনার মন জোগাবে,,,,

Song information

Song: Tumi amar Emoni Ekjon

Artist: Kanak Champa

Lyrics and melody: Ahmed Imtiaz Bulbul

তুমি আমার এমনই একজন লিরিক্সঃ

 তুমি আমার এমনই একজন
 যারে একজনমে ভালোবেসে
 ভরবে না এ মন…

এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
একটি চোখের পলক
পড়তে লাগে যতক্ষণ

ভালোবাসার সাগর তুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি
হয়রে ছলছল
তোমার মিলনে বুঝি গো জীবন
বিরহে মরন বিরহে মরন

প্রাণের প্রদীপ হয়ে তুমি
জ্বলছ নিশি দিন
কোন মোহরে শোধ
হবে গো এত বড় ঋণ
এত বড় ঋণ
আমার ভালোবাসার ফুলে
তোমার ভরাব চরণ

তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন ।

ধন্যবাদ  আমাদের সাথে থাকার জন্যে,,,,,নতুন,, পুরাতন গানের রিলিক্স,, পেতে আমাদের সাইটকে ফলো করুন,,,,,,