Tumi Chokh Mele Takale Lyrics

Tumi Chokh Mele Takale Lyrics – তুমি চোখ মেলে তাকালে লিরিক্স – By Imran

মিউজিক গান

Tumi Chokh Mele Takale Lyrics – তুমি চোখ মেলে তাকালে লিরিক্স – By Imran & Oyshee

Tumi Chokh Mele Takale Lyrics Is Bangla musuc Song.This Song Is Sung By Oyshee & Imran.This Song Cover By Imran Pabel.This Song Lyrics Robiul Islam Jibon.

  • Song Information:
    Song: Tumi Chok Mele Takale
    Singer: Oyshee & Imran
    Lyrics: Robiul Islam Jibon
    Tune & Music Composition: Imran
    Label: Laser Vision

তুমি চোখ মেলে তাকালে লিরিক্স :

তুমি চোখ মেলে তাকালে
পৃথিবীর ঘুম ভেঙ্গে যায়
তুমি হাত দুটি বাড়ালে
সূর্যটা আলো ছড়ায় (2 বার)

তুমি আমার কাছে এলে
কি যেন কি হয়ে যায়
ভালবাসার অনুভবে
ভুলটা আমার হারায়।

ও তুলেছ এ হৃদয়ে কি যে অনুরণ
অচেনা এক স্বপ্নে ভাসি সারাক্ষণ
ও তুলেছ এ হৃদয়ে কি যে অনুরণ
অচেনা এক স্বপ্নে ভাসি সারাক্ষণ।

ডুবে ছিলাম দূর আঁধারে,
নিয়ে এলে যে আলোতে
এত সুখ এ জীবনে,
ছিলনাতো জানা।

ও জড়ালে কি মায়াতে অবুঝ ভাবনায়
ভুলতে যে পারিনা মনে পরে হায়
জড়ালে কি মায়াতে অবুঝ ভাবনায়
ভুলতে যে পারিনা মনে পরে হায়

ডুবে ছিলাম দূর আঁধারে
নিয়ে এলে যে আলোতে
এত সুখ এ জীবনে
ছিলনাতো জানা।

Tumi Chokh Mele Takale Lyrics :

Tumi Chokh Mele Takale
Prithibir Ghum Bhenge Jay
Tumi haath duti barale
Surjo ta alo choray.

Tumi Amar Kache Ele
Ki Jeno Ki Hoye Jay
Valobasha ar anubhobe
Monta amar haray.

O toleche a hridoye he onoron
Ochena aak sopne bari sarakhon
O toleche a hridoye he onoron
Ochena aak sopne bari sarakhon.

Thank you for staying with us, follow our site to get more new and old Baul songs, folk song music song lyrics, movie song lyrics,Natok song lyrics,and comment and let us know how you like it ,,,,