Tumi Mor Jiboner Bhabona( তুমি মোর জীবনের ভাবনা) by Andrew Kishore
প্রিয় পাঠক ও পাঠিকা কেমন আছেন সবাই,
আশা করি ভালো আছেন,প্রতিবারের মত আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি গানের রিলিক্স….Tumi mor jiboner bhabona,… আশা করি এই গানটি আপনার মন জোগাবে,,,,
Song information:
Singer: Andrew kishore
Album: Ananda oshru,,,,
তুমি মোর জীবনের ভাবনা লিরিক্সঃ
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
হাজার তারের বীণা তুমি
তুমি সুরের ঝংকার
তুমি আমার আষাঢ়-শ্রাবণ
তুমি বসন্ত বাহার
রাগ-রাগিনীর ফুল-কলিতে
কন্ঠে পড়াবো মালা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
তোমায় নিয়ে লেখা যেন
প্রথম প্রেমের ছোঁয়া তুমি
তুমি যে মান-অভিমান
সব কবিতার ছন্দ তুমি
দুঃখ সুখেরই ভেলা
সারা পৃথিবীর গান
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা