Tumihina Mon Lyrics

Tumihina Mon Lyrics (তুমিহীনা মন) – By Habib Wahid | Zarin

বাংলা নতুন গান

Tumihina Mon Lyrics (তুমিহীনা মন) – By Habib Wahid | Zarin

Tumihina Mon Lyrcis Is Bangla music Song.This Song Is Sung By Habib Wahid.This Song  Lyrics by Amita Karmoker.

  • Song Information:
    Song: Tumihina Mon
    Singer:Habib Wahid
    Tune: Habib Wahid
    Lyrics: Amita Karmoker

তুমিহীনা মন গানের লিরিক্স:

এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বলো তুমি কিছু বোঝো না
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজো না।

তুমি হীনা আজ ও এ হৃদয়ে
বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়
জানি না কোন সে অনলে
এ মন জ্বলেপুড়ে যায় ।

এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বলো তুমি কিছু বোঝো না
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজো না।

আমি তোমায় খুঁজতে গেলে
মেঘ যে আড়াল করে ফেলে
আমি তোমায় খুঁজতে গেলে
মেঘ যে আড়াল করে ফেলে
তোমায় ভেবে জমছে কথা
বাড়ছে কেবল গভীর ব্যথা।

রইবো পথো পানে চেয়ে
এ মন মেঘে গেলে ছেয়ে
পথের মাঝে পথ হারিয়ে
খুঁজে যাই।

তুমি হীনা আজ ও এ হৃদয়ে
বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়
জানি না কোন সে অনলে
এ মন জ্বলেপুড়ে যায়।

এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বলো তুমি কিছু বোঝো না
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজো না।

যত দূরে যাই না আমি
তুমি এ মন জুড়ে রবে
আমি তোমায় পাই যে খুঁজে
একলা মনের অনুভবে।

মন খারাপের ভীষণ ভারে
তোমায় ভাবি বারেবারে
ডুবলে বেলা ওই আঁধারে
কাছে চাই।

তুমি হীনা আজ ও এ হৃদয়ে
বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়
জানি না কোন সে অনলে
এ মন জ্বলেপুড়ে যায়।

এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বলো তুমি কিছু বোঝো না
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজো না।

Tumihina Mon Song Lyrics:

A mon shudhu khoje tomake
keno bolo tumi kichu bojhona
ami dubi tomar majhe
tobu keno tumi amay khojo na.

tumiheena aajo e hridoy
biroho bethay jaay cheye jaay
janina kon se onole
e mon jwole pure jaay.

ami tomay khujte gele
megh je aral kore fele
ami tomay khujte gele
megh je aral kore fele
Tomai bhebe jomache kota
Barche kebol gobir beta.

Thank you for staying with us, follow our site to get more new and old Baul songs, folk song music song lyrics, movie song lyrics,Natok song lyrics.and comment and let us know how you like it…..